গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশন রোডের ফুটপাতে অবস্থিত একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাতনামা একজন পুরুষের মস্তকবিহীন খন্ডিত লাশের বেশ কয়েকটি টুকরো উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সংবাদ দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসব লাশের অংশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, স্টেশন রোডের হাজীর বিরিয়ানির সামনে রাস্তার ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে পথচারীরা সন্দেহজনক মনে করে দ্রুত পুলিশকে খবর দেয়। টঙ্গী পূর্ব থানার পুলিশ এসে ট্রাভেল ব্যাগটি খুলে ভেতর থেকে এক পুরুষের লাশের বিভিন্ন খন্ডিত অংশ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, ওই ট্রাভেল ব্যাগটি গত রাতের মধ্যে এখানে ফেলে রাখা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন, "সকাল সাড়ে ৯টার সময় আমরা ট্রাভেল ব্যাগ থেকে একজন অজ্ঞাত পুরুষের মস্তকবিহীন আটটি লাশের খন্ডিত অংশ উদ্ধার করেছি। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনার পেছনে কি কারণ ও খুনের প্রকৃত হেতু তা অনুসন্ধানের পর বিস্তারিত জানানো হবে।"

স্থানীয় এলাকাবাসী এই ঘটনায় তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে। কেউ কেউ বলছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। পুলিশ ইতিমধ্যেই এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তকে ত্বরান্বিত করার চেষ্টা করছে।