মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী (চুঙ্গাবাড়ি) সীমান্ত থেকে সোমবার (২৪ মার্চ) বিজিবির হাতে ৮৭১ পিস ইয়াবাসহ আটক হয়েছেন যুবদলের নেতাসহ ২ জন। আটককৃতদের মধ্যে ১ জন স্থানীয় ৫ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও অন্যজন ইমন মিয়া।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বলেন, "আটককৃত ব্যক্তি যুবদলের কমিটিতে থাকলে আমরা তাকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক দ্রুত বহিষ্কার করে দেবো।"
আটকের বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোরশেদুল আলম বলেন, তাদের রিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরনের ব্যবস্থা করছি।