ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর চৌধুরীপাড়া চৌধুরী দিঘির মাছ লুট হয়েছে। চৌধুরীপাড়া জামে মসজিদের নাম ভাঙিয়ে বেড় দিয়ে মাছ লুট করে গাড়িকরে মিরসরাই থানা বারইয়ারহাট নিয়ে যায়। যাদের নেতৃত্বে লুট হয়েছে, তাদের ১ শতাংশ জমি ও দিঘিতে নাই। মাছ লুট হওয়ার খবর ফেনী মডেল থানায় পাঠালে থানা থেকে এসআই মোজাম্মেল কে পাঠানো হয়, তিনি লুটেরাদের কাছ থেকে টাকা নিয়ে মাছ ভর্তি গাড়ি ছেড়ে দেন।

বেশ কিছু দিন আগে থেকেই এই চক্রটি দৌলতপুর চৌধুরী পাড়ায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। মাছ লুট কারিগণ স্থানীয় আবুল কাশেম, আজিজুল হক, মিজানুর রহমান, কালা মিয়া (ওরফে কালাইয়া চোরা) সহ আরো ৭/৮ জন এই গ্রুপে ছিল বলে স্থানীয়রা জানান।