জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০২ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। অভিযানে জড়িত থাকার অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট শাহারিয়া তালুকদার রিফাত ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) লিজা রিছিল।

অভিযানে প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৫ হাজার ১০০ কেজি ভিজিডি চাল জব্দ করা হয়, যা দুস্থ জনগণের জন্য বরাদ্দ ছিল। তবে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাশেদ হাসান জানান, জব্দকৃত চাল পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং ভাড়াটিয়া ঘর মালিক শুক্কুর আলী ও চাল ব্যবসায়ী বিএনপি নেতা (পিংনা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড সভাপতি) আব্দুল আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, পিংনা ইউনিয়নে বর্তমানে পাঁচ মাসব্যাপী ভিজিডি চাল বিতরণ কার্যক্রম চলছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি উপকারভোগী পরিবারকে বিনামূল্যে ১৫০ কেজি করে চাল সরবরাহ করা হচ্ছে। সরকারি বিধি অনুযায়ী, এই সহায়তা কোনোভাবেই বিক্রি, গুদামে মজুদ কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।