বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালীতে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। পরে অভিযোগ তপন রুদ্র (২০)কে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকায় এচাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও প্রশাসন সুত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, পূর্ব চাম্বল এলাকার তপন রুদ্র (২০) নামে এক মাদকাসক্ত ছেলে তার বাবা দুলাল রুদ্রকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে। তপন রুদ্র একসময় সেলুনের দোকান করতো। পরে মাদকের সাথে জড়িয়ে পড়ায় দোকান ছেড়ে দেয়। সে এখন পুরোপুরি বেকার হয়ে পড়ে। বাবার কাছ থেকে মাদকের টাকা চেয়েছিল তপন রুদ্র, কিন্তু বাবা তাকে টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হইয়া তপন রুদ্র তার ধারালো অস্ত্র দিয়ে বাবাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুলাল রুদ্রকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তার অবস্থা গুরুতর হওয়ায় পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে দুলাল রুদ্র মৃত্যু বরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আসামী তপন রুদ্রকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।