গাজীপুরের কালিয়াকৈরে ভোররাতে নাটকীয় অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি পিকআপ, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাত পৌনে ৪টার দিকে সফিপুর আনসার একাডেমির ৩নং গেইট সংলগ্ন গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাতদল মাছবাহী ট্রাকে হামলার জন্য মহাসড়কে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক পুলিশ ফাঁড়ির টহল দল সেখানে পৌঁছালে ডাকাতদল পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়, তবে আরও ৪-৫ জন অন্ধকারে পালিয়ে যায়।
গ্রেফতাররা হলো— বরিশালের মুলাদী থানার পূর্ব ভয়কা গ্রামের মিজান মৃধার ছেলে রিজন মৃধা সুজন (২৫), বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের রসুলপুর এলাকায় বসবাসরত এবং নরসিংদীর বেলাবো থানার বারৈচা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. আলিফ (২৪), বর্তমানে ঢাকার মুগদার মান্ডা এলাকায় বসবাসরত।
অভিযানে একটি নীল রঙের ‘ফোটন’ পিকআপ (রেজিঃ ঢাকা মেট্রো-ন-১২-৯২৫৮), লোহার বাটযুক্ত ধারালো চাকু এবং ৩০ ফিট লম্বা সাদা-কালো রঙের রশি জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, এগুলো ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছিল।
কালিয়াকৈর থানায় মামলা নং-১৩, তারিখ: ০৬-০৯-২০২৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে এবং আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।