DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

অপরাধ

বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ জন

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলী চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মালেক (৬৯) সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Printed Edition

আশুলিয়া

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলী চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মালেক (৬৯) সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির। এর আগে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর, আশুলিয়ার গাজিরচট ও চাঁদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামীরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার কুশুরা চাড়িপাড়া নরসিংহপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে ও ঢাকা-২০ (ধামরাই) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ মালেক, আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত শহীদ মীরের ছেলে শীর্ষ স্থানীয় চাঁদাবাজ ও অস্ত্রধারী যুবলীগ নেতা মো. ইয়াছিন মীর (৩৫) এবং চাঁদপুরের শাহরাস্তি থানাধীন চান্দাইল এলাকার মৃত আব্দুর রবের ছেলে সুমন মিয়া (৩৮)।

সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও লালোর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপন খান।

ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতীতে ৩২ বোতল ভারতীয় মদসহ তানভীর আহম্মেদ হৃদয় (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪ জামালপুর। বৃহস্পতিবার (৬ মার্চ ভোররাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তানভীর ওই গ্রামের আব্দর রাজ্জাকের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে র‌্যাবের একটি অভিযানিক দল শালচুড়া এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে ৩২ বোতল ভারতীয় মদসহ তানভীরকে আটক করে। আটককৃত মাদকের মূল্য আনুমানিক ৮৫ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি তানভীরকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে ১৯৭৪ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিনগত রাত ১২টা পর্যন্ত জেলা সদর, দামুড়হুদা ও আলমডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার বসুভান্ডারদহ গ্রামের আজিজুর রহমানের ছেলে আওয়ামী লীগের সক্রীয় সদস্য রফিকুল ইসলাম (৪৫), আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী স্কুলপাড়ার শাহাদৎ হোসেনের ছেলে মাদক মামলার আসামী সাইফুল ইসলাম (৪৭), দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে ডাকাতি প্রস্তুতি মামলার আসামী লাদেন বিশ্বাস (২২), একই উপজেলার সুবলপুর বটতলা গ্রামের জিয়াউর রহমানের ছেলে ডাকাতি প্রস্তুতি মামলার আসামী সাব্বির হোসেন (১৭), পুরাতন বাস্তপুর মালিতাপাড়ার আজিবর রহমানের ছেলে ডাকাতি প্রস্তুতি মামলার আসামী আছমাউল হুসনা (১৭), রঘুনাথপুর গ্রামের আসাদুজ্জামান লিটনের ছেলে ডাকাতি মামলার আসামী আলফাজ্জামান (২৫), পুরাতন বাস্তপুর গ্রামের কলম আলীর ছেলে ডাকাতি প্রস্তুতি মামলার আসামী মাসুদ রানা (১৭) ও রঘুনাথপুর গ্রামের আকমান আলীর ছেলে ডাকাতি প্রস্তুতি মামলার আসামী খায়রুল ইসলাম (২৫)। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার ৩টি থানায় বিস্ফোরক উপাদানবলী ৩৯৯/৪০২ ধারা ও হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। এদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। ২৪তম দিনে ৮ জনসহ এ জেলায় এ পর্যন্ত ১০৭ জন গ্রেফতার হলো।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ নাজমুল হক এর নেতৃত্বে ডিবির একটি দল কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের অন্তর্গত কুটিরচর গ্রামের রাস্তা থেকে দুই ব্যক্তিকে ১৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়িয়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি ধৃত আসামী ১। মোঃ সেলিম রেজা(৩৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-কুটিরচর মধ্যপাড়া ও ২। মোঃ আমিরুল ইসলাম (৩৩), পিতা-মোঃ শামসুল ইসলাম, সাং-কুটিরচর পূর্বপাড়া, উভয় থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে আটকপূর্বক তল্লাশি করে তাদের নিকটে থাকা ১,৫০০(পনের শত) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

ফরিদপুর

ফরিদপুর জেলার বোয়ালমারীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ৫ মার্চ বুধবার রাতে বোয়ালমারী পৌরসভার কাজী হারুন শপিং কমপ্লেক্সে এ অভিযান চালানো হয়। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী কাজী হারুন শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় তল্লাশি চালিয়ে পুল ক্লাবের একটি গোপন লকার ভেঙে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি ওয়াকি-টকি সেট ও একটি ট্যাক্টিকাল দূরবীনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করে। এছাড়া, মার্কেটের ছাদ সংলগ্ন একটি কক্ষ থেকে একটি এয়ারগান ও কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় মার্কেটের মালিক আব্দুল্লাহ কাজীকে পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার দুই কর্মচারী কেয়ারটেকার আকিদুল ইসলাম ও রেস্টুরেন্ট ম্যানেজার কাজী মুশফিককে আটক করে থানায় নেওয়া হয়েছে।

টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল খায়ের গ্রেপ্তার হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আবুল খায়ের (৩১) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী লামার পাড়ার বাসিন্দা এবং তার সহযোগী কোহিনুর আক্তার (২৮) হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঘঘোনা এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আবুল খায়ের এর বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িতের অভিযোগে টেকনাফ থানায় ৮ টির বেশি মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, বুধবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লামার পাড়ায় কুখ্যাত ডাকাত আবুল খায়ের অবস্থান করার খবর পায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এতে গোপন আস্তানাটি ঘিরে ফেললে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌড়ে পালানোর জন্য জলাশয়ে ঝাঁপ দেয়। এসময় জলাশয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে ১শত পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার র‌্যাব-১০, সিপিসি-২ মুন্সীগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন পইনপুর এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-২ মুন্সীগঞ্জ ক্যাম্পের উক্ত আভিযানিক দল উল্লেখিত ঘটনাস্থলে পৌঁছালে একজন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা লোকটিকে আটক করে। অতঃপর কর্তব্যরত র‌্যাব সদস্যরা স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিধি মোতাবেক আসামীর পরিহিত বেজারের পকেটের ভিতর হতে আনুমানিক ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মূল্যমানের ১ শত পিচ ইয়াবাসহ উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আল-আমিন (৩৬), পিতা-মৃত আবুল হাসেম মিয়া, সাং- ডালকানগর লেন, থানা-শ্যামপুর, জেলা-ঢাকা বলে জানা যায়।