নড়াইল সংবাদদাতা : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে দুইপক্ষের সংঘর্ষে ইমদাদুল শেখ (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।নিহত ইমদাদুল শেখ উপজেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মো: সিরাজুল শেখের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪ জন। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের আমতলা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার বিবদমান দুটি গ্রুপের সালিশ অনুষ্ঠিত হয় স্থানীয় ইউপি চেয়ারম্যান চুন্নু শেখের ব্যক্তিগত কার্যালয়ে।সালিশ শেষে বাড়ি ফেরার পথে যোগানিয়া বাজারের আমতলা মোড়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র¿ নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ইমদাদুল শেখ নামে এক যুবক মারা যান। এছাড়া সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।