রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে তিনটি বাসে অগ্নিসংযোগ এবং ঢাকার বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটলেও কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এদিকে গতকাল সকালে রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়ে এক পথচারী আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শনিবার রাতে হাজারীবাগ বেড়িবাঁধ সরকারি কলেজের সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাত ১১টা ৫৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে রাত সোয়া ৩টার দিকে বলাকা পরিবহনের একটি বাসে এবং সাভারের রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ভোর পৌনে ৪টার দিকে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগানো হয়। তবে কারা এসব অগ্নিসংযোগ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তার আগে শনিবার সন্ধ্যার পর রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। সেখানে একটি মোটরসাইকেলে আগুন ধরে গেলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। একই রাতে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কার্যালয়ের সামনে রাত ৮টা ২০ মিনিটে হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে আগারগাঁও আইডিবি ভবনের সামনে মেট্রোরেল স্টেশনের নিচে আরেকটি বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে পুলিশ। হাতিরঝিল ও শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, আগারগাঁওয়ের দুটি স্থানে বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি।

এদিকে, রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়ে এক পথচারী আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার পর এ ঘটনা ঘটে। আহত আবদুল বাসির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। বাংলামোটরে অফিসে যাওয়ার জন্য তিনি হাঁটছিলেন। এসময় ককটেল বিস্ফোরণ হলে তার পা ও হাতে জখম হয়। আবদুল বাসির বলেন, অফিসের দিকে যাচ্ছিলাম। এসময় ওয়াক্ফ ভবনের সামনে পৌঁছালে একটি ককটেল বিস্ফেরণ হয়। এতে আমার হাত ও পায়ে জখম হয়।

নিষিদ্ধ দলের আরও ১০ নেতাকর্মী গ্রেফতার: রাজধানীতে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা এসব মিছিলের আয়োজন ও অর্থায়নের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডিবির মতিঝিল, গুলশান, সাইবার, ওয়ারী ও মিরপুর বিভাগের টিমগুলো একাধিক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। ডিবির বরাতে তালেবুর রহমান বলেন, শনিবার থেকে রোববার পর্যন্ত ডিবির একাধিক টিম রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ডিবি সূত্রে জানা যায়, রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা, অর্থায়ন, সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণের প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।