শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকার কলমেশ্বরে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীদের স্বজনরা জানান, ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ দুই লাখ টাকা, প্রায় ১২ ভরি স্বর্ণালংকার, ছয়টি মোবাইল ফোন ও বিভিন্ন ঘরোয়া সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় তিনজন আহত হন।
স্থানীয়রা জানান, গতকাল (শনিবার) দিবাগত রাত ৩টার দিকে কলমেশ্বর এলাকার ডা. হাফিজুর রহমান খানের বাড়ির সীমানাপ্রাচীর টপকে ১০ থেকে ১২ জন ডাকাতের একটি দল ভেতরে প্রবেশ করেন। তারা বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কেয়ারটেকার হিজবুল্লাহকে মারধর করে। পরে তাকে বেঁধে রেখে বাড়ির দ্বিতীয় তলায় প্রবেশ করেন। এরপর হাফিজুর রহমানের স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ ২ লাখ টাকা, ১২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ৬টি মোবাইল ও তৈজসপত্র লুট করে পালিয়ে যায়।
তারা জানান, ডাকাতদের হামলায় কেয়ার টেকারসহ তিনজন আহত হয়েছেন। ডাকাতি শেষে তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে ঘটনাস্থল থেকে চলে যায়।
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে দুটি দা ও একটি ককটেল জব্দ করেছে পুলিশ।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, 'পুলিশ ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহ করা হয়েছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।'