জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা : জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা পণ্য বহনকারী গাড়িসহ আটক হয়েছেন ৬জন। অপর অভিযানে ৭৯ বোতল বিদেশী মদ আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কের শ্রীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের অবস্থান বুঝতে পেরে মাদকের বস্তা ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। উদ্ধার হওয়া বস্তা হতে কিংফিশার ৭২ ক্যান ও ৭টি অফিসার চয়েজ ভারতীয় মদ পাওয়া যায়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ৯৩ হাজার টাকা সমপরিমাণ।
দিনের অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জৈন্তাপুর মডেল থানার সম্মুখে চেকপোস্ট বসিয়ে সিলেটগামী সাদা রংয়ের মাইক্রো (রেজি: নং- ঢাকা মেট্রো - চ- ১৩-৭৬১১) তল্লাশি চালিয়ে কয়েকটি বস্তা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট উদ্ধার করে। এ সময় গাড়ীতে থাকা ছয়জনকে আটক করে পুলিশ, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি তারা স্বীকার করেন পুলিশের নিকট। পুলিশ জানায়, আটককৃত গাড়িসহ জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লক্ষ ৬৭ হাজার টাকা।