গাজীপুর মহানগরের দক্ষিণ ধীরাশ্রম এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে স্বামী। এলাকাবাসী ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত গৃহবধূর নাম সালমা খাতুন (৩০)। তিনি একই এলাকার বাসিন্দা মোস্তফা কামালের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি স্বামী মোস্তফা কামাল ঘরে থাকা দা দিয়ে স্ত্রী সালমাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই এলাকাবাসী মোস্তফাকে ধরে ফেলে এবং থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ, মেহেদী হাসান জানান, লাশের মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। আটক মোস্তফা কামালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনার ছায়া বিরাজ করছে।