বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সেই বাড়িতে আত্মগোপনে ছিলেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আফতাব উদ্দিন সরকার নগরীর সেনপাড়ার ওই বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা ছিলেন। বিগত ১৬ বছর বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট রংপুর রাজা রামমোহন ক্লাবের সামনে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। ওই মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তিনি ডিমলা এবং নীলফামারী সদর থানায় পৃথক হত্যাচেষ্টা মামলার আসামি।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। একই আসন থেকে এরপর আরও দুবার এমপি হন তিনি।

Malek-Aftab-Daily-ApanDesh-2503060332

ঢাকা-২০ আসনের সাবেক এমপি মালেক গ্রেপ্তার

এদিকে পৃথক অভিযানে, সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যা‌ মামলার আসামি ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন, আশুলিয়া থানার ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য এম এ মালেককে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে।

বৃহস্পতিবার তাকে রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে।