কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় টাকার প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে শামীম মিয়া (৩৮) নামের এক ব্যক্তিসহ ধর্ষণের সহযোগি হিসেবে তার স্ত্রী নাছিমা আক্তার(২৯) গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ। শুক্রবার(২২আগষ্ট) বিকেল চারটার দিকে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রাম থেকে আটক করা হয়।।এ সময় ঐ ভিকটিমকেও উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নিকলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা রুজু করেন।
আটককৃত দুইজন হলেন, বাজিতপুর উপজেলার লোহগাঁও গ্রামের নুরুল ইসলামের পুত্র শামীম মিয়া,ও তার স্ত্রী টেংগুরিয়া গ্রামের নাছিমা আক্তার।
থানার মামলা ও পরিবার সুত্রে জানা যায়, গত ২১ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সরারচর বাজারের কাছ থেকে ভিকটিমকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণকারীর স্ত্রীর সহযোগীতায় নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের টেঙ্গুরীয়া গ্রামে নাছিমা আকতারের বাপের বাড়ীতে নিয়ে রাতভর জোরপূর্বক ধর্ষণ করে। স্থানীয় লোকজন ও ইউপি সদস্য বিষয়টি জানতে পেরে তাদের আটক ও ভিকটিমকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ আটককৃতদের ও ভিকটিমকে থানা হেফাজতে নিয়ে আসে।ভিকটিমের বাবা মোঃ ইব্রাহিম মিয়া বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই জনের নাম উল্লেখ করে মামলা রুজু করেন।
মামলা নম্বর ৫ তারিখ ২৩-০৮-২০২৫,নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (স২০২০) এর ৯(১)/৩০ ধারা।
গ্রেফতারকৃতদেরকে গতকাল শনিবার ২৩ আগস্ট দুপুরে আদালতে প্রেরণ করা হলে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন।
জানতে চাইলে নিকলী থানার অফিসার ইনচার্জ(ওসি)কাজী আরিফ উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।