গাজীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে পাঁচজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে একটি সচল পিস্তল, তিন রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার ভবানীপুর বাজার এলাকায় তিনজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ২ অক্টোবর সকাল ৯টা ৫০ মিনিটে ডিবির একটি অভিযানিক দল ভবানীপুর বাজারের সুমনের গ্যারেজের সামনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো গাজীপুর জেলার শ্রীপুর থানার টেপিরবাড়ী এলাকার মোশারফ হোসেন মনসুরের ছেলে ইমরান হোসেন (২২), গাজীপুর জেলার জয়দেবপুর থানার ভবানীপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম (১৯) ও গাজীপুর মহানগরের সদর থানার লাগালিয়া দক্ষিণপাড়ার আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান ইমন (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, অস্ত্রগুলি তাদের কাছে সরবরাহ করেছে শাহারিয়ার রহমান সাদাফ ও মোজাম্মেল হক রোমান। এর সূত্র ধরে একইদিন সকাল ১০টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলার ভালুকা পৌর এলাকার গোলাম রব্বানীর বাড়িতে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন,গাজীপুর জেলার শ্রীপুর থানার মুলাইদ এলাকার বজলুর রশিদের ছেলে শাহারিয়ার রহমান সাদাফ (২২),কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার নতুন বাজার এলাকার মানিক মিয়ার ছেলে মোজাম্মেল হক রোমান (২২), বর্তমানে গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া পশ্চিমখন্ড এলাকায় বসবাসকারী।

গ্রেফতারকৃত শাহারিয়ার রহমান সাদাফ স্বীকার করে যে, অস্ত্রগুলি সে শ্রীপুর থানার কাওরাইদ বাজার এলাকার আব্দুল খালেকের টিনসেড বাড়ির একটি কক্ষের আলমারিতে লুকিয়ে রেখেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ অক্টোবর দুপুর ১২টা ৩০ মিনিটে ওই স্থান থেকে একটি সচল পিস্তল, তিন রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে মেহেদী হাসান ইমনের বিরুদ্ধে তিনটি এবং ইমরান হোসেনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা সংঘবদ্ধভাবে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও খুন-জখমের হুমকি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

ঘটনার বিষয়ে শ্রীপুর থানায় মামলা নং-০৩, তারিখ ০৪/১০/২০২৫, Arms Act 1878 এর 19A ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।