টঙ্গীর রেল কলোনি এলাকায় চায়ের দোকান থেকে ডেকে নিয়ে ২৫ বছর বয়সী এক যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার রেল কলোনি বস্তিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যা এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্কের জন্ম দিয়েছে।

নিহত যুবকের নাম সিজন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার কান্দিপাড়া গ্রামে। সিজন পরিবারসহ টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া রেল কলোনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। জীবিকার তাগিদে তিনি স্থানীয় একটি পুরোনো মালামাল কেনাবেচার দোকানে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে সিজন একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় দুই অজ্ঞাত যুবক চায়ের দোকানে এসে তাকে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর সবার অগোচরে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সিজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। সিজনের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আতঙ্কে রয়েছেন নিহতের পরিবারের সদস্যরাও।