বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখায় ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করা দুইজনকে আটক করেছে বিজিবি। সম্প্রতি উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী বড়াইল গ্রামে মানবপাচারকারী হোসেন আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় হোসেন আলী পালিয়ে যান।
আটককৃত হলো-কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার চরিয়াকনা গ্রামের শংকর সূত্রধরের ছেলে টিটু সূত্রধর ও হরিধন সূত্রধরের ছেলে পিন্টু সূত্রধর। পলাতক হোসেন আলী উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল গ্রামের বেল্লাল হোসেনের ছেলে।
এব্যাপারে বৃহস্পতিবার রাতেই বিজিবি লাতু বিওপির নায়েক মো. আলমগীর হোসেন পলাতক মানবপাচারকারী হোসেন আলীসহ তিন জনের বিরুদ্ধে অবৈধ সীমান্ত অতিক্রম ও অভিবাসী আইনে থানায় মামলা করেছেন।
চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনায় যৌথ বাহিনীর অভিযানে ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সম্প্রতি উপজেলা সদরের পৌর এলাকার বেলাশ^র গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বেলাশ^র মধ্যপাড়ার মৃত আব্দুর রশিদ এর ছেলে আবুল কালাম (৩৫) এবং মহারং গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে মো. হানিফ (২৭)।
সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্প সূত্রে জানাযায়, গোয়েন্দাদের দেয়া গোপন তথ্যের ভিত্তিতে চান্দিনা থানা পুলিশের সহায়তায় বেলাশ^র মধ্যপাড়া গ্রামের আবুল কালামের বাড়িতে অভিযান পরিচালিত হয়। এসময় আটককৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৭৫৫ পিস ইয়াবা, ২৮টি মোবাইল, ১ লাখ ৬০ হাজার ৫শত টাকা জব্দ করা হয়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান বিষয়টি নিশ্চিত করে জানান, চান্দিনা থানার এসআই এইচ.এম.এ. লতিফ বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়া উপজেলার কলম বাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে।
সম্প্রতি সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে স্থানীয়দের কাছে গাঁজা বিক্রির সময় লাইলী আক্তার (৩১) নামের এক নারীকে আটক করা হয়। তার স্বামীর নাম তৌহিদুল ইসলাম।
পরে তার দেহ তল্লাশি করে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।