গাজীপুরের শ্রীপুরে তাল কুড়াতে গিয়ে নিখোঁজের ১০ ঘণ্টা পর কমলা বেগম (৫০) নামে এক নারীর মাটি চাপা দেয়া গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কমলা বেগম উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের কৃষক কদম আলীর স্ত্রী। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ভুতুলিয়া গ্রামের ঝোপের ভেতর গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর মাটি চাপা দেয়া গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে, মুখমণ্ডল থেঁতলানো এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাকে হত্যার পর লাশ গর্তে চাপা দেওয়া হয়।
চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান নিহতের স্বামী কদম আলীর বরাত দিয়ে জানান, শুক্রবার সকালে কমলা বেগম ও কদম আলী একসাথে বাড়ি থেকে বের হন। কদম আলী মাঠে কৃষিকাজে যান, আর তার স্ত্রী বাড়ির পাশের ঝোপে তাল কুড়াতে যান। দুপুরে স্বামী বাড়ি ফিরলেও স্ত্রী আর ফেরেননি। পরে পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করলে ঝোপের ভেতরে মাটি খোঁড়া অংশ থেকে কাপড়ের অংশ দেখা যায়। সন্দেহ হলে স্থানীয়রা মাটি খুঁড়ে গলাকাটা লাশটি দেখতে পান।
নিহতের স্বামী কদম আলী পুলিশকে জানান, প্রায় দুই মাস আগে প্রতিবেশী নবী হোসেনের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তাদের বিরোধ হয়েছিল, তবে তাদের অন্য কোনো শত্রুতা নেই। তিনি বলেন, “আমি কৃষি কাজ করি, ছেলে ও পুত্রবধূ গার্মেন্টসে চাকরি করে, স্ত্রী বাড়িতে থেকে নাতিদের দেখাশোনা করত। কে বা কারা এভাবে আমার স্ত্রীকে হত্যা করল, আমি বুঝতে পারছি না।”
পুলিশ শুক্রবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।