স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুরের কালীগঞ্জে নির্মমভাবে কুপিয়ে এবং দুই পা কেটে মনির মোল্লা (৫২) নামে এক কৃষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার নাগরী ইউনিয়নের পারাবর্তা এলাকার বনভূমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এলাকায় ঘটনার খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত মনির মোল্লা স্থানীয় পারাবর্তা এলাকার মৃত হাশেম মোল্লার ছেলে। তিনি প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরার কথা থাকলেও রাতে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে এলাকাবাসী বনবিভাগের খোলা জায়গায় তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান—
লাশ উদ্ধারের সময় দেখা যায়, নিহতের দুই পা ধারালো অস্ত্র দিয়ে কেটে প্রায় দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। শুধু তাই নয়, তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপের চিহ্ন পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের নৃশংসতার প্রমাণ বহন করে।
তিনি আরও বলেন—
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা লাশ ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ অভিযান চালাচ্ছে।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং হত্যাকারীদের ধরতে এলাকায় চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়রা এমন ভয়াবহ হত্যাকাণ্ডে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।