খালার বাসায় এসে মানিব্যাগ থেকে টাকা চুরির সময় দেখে ফেলায় আপন দুই খালাকে খুন করলো মাত্র পনর বছর বয়সি এক তরুণ। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে রাজধানীর শেওড়াপাড়ায়। এ ঘটনার পরে সিসিটিভি ভিডিও ফুটেজে ঐ তরুণকে (১৫) দেখতে পেয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তরুণ নিহত দুই বোনের ছোট বোনের ছেলে।
পুলিশ জানায়, পুরোনো বাইসাইকেল কিনতে ৩ হাজার টাকা দরকার ছিল কিশোর রব্বানীর (১৪)। সাইকেল কিনতে খালার বাসায় এসেছিল সে। খালার অগোচরে মানিব্যাগ থেকে ৩০০০ টাকা বের করার সময় ধরা পড়ে যায়। মাকে বলে দিতে চাওয়ায় টেবিলে থাকা ছুরি দিয়ে প্রথমে বড় খালাকে, পরে তার চিৎকারে ছুটে আসা ছোট খালাকে ছুরিকাঘাত করে এবং শিলপাটা দিয়ে আঘাত করে হত্যা করে।
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় জোড়া খুন করে এভাবেই পোশাক বদলে বাসা থেকে বের হয়ে যায় গোলাম রব্বানী। পরে খালাদের জানাজায়ও অংশ নেয় সে।
পরে ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তদন্তের ভিত্তিতে তাকে শনাক্তের পর গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে দুই খালাকে খুন করেছে বলে স্বীকার করে সে।
সোমবার (১২ মে) বিকেল সোয়া ৪টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
গত শুক্রবার পশ্চিম শেওড়াপাড়ার ৬৪৯ নম্বর বাড়িটির দোতলার একটি ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। সেদিন রাত ১১টার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।