মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের ছোঁড়া রকেট লাঞ্চারের আঘাতে অপর পক্ষের ৩ জন আহত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। রকেট লাঞ্চারের আঘাতে আহতরা হলেন যুবদল নেতা আরিফ (৩৭), রাসেল (৩৮) মনির (৪২)। আরিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

একটি রকেট লাঞ্চার সরাসরি আরিফের গালায় আঘাত করে। এতে আরিফ ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় যুবদল নেতা জিয়া উদ্দিন বাবলু জানান, সকালে ব্যাচ ভিত্তিক একটি সমস্যার সৃষ্টি হয়। সমস্যাকে কেন্দ্র করে সমাধানের কথা বলে বিভিন্ন স্থান থেকে লোক জমায়েত করে আমাদের ওপর হামলা করা হয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, দিনের বেলায় ২০২৪ ও ২০২৫ ব্যাচ কেন্দ্রিক ঝামালার সূত্রপাত হয়। পরবর্তীতে এটি রাজনৈতিক সংঘাতের সৃষ্টি হয়। ঘটনাস্থলে নিজামপুর পুলিশ ফাঁড়ির সদস্যদের সাথে মিরসরাই থানা পুলিশের অতিরিক্ত সদস্যরা কাজ করছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।