নীলফামারী জেলা শহরে চৌরঙ্গী মোড়ে অভিযান চালিয়ে বিদেশী মদ ও মাদকদ্রব্যসহ একটি প্রাইভেটকার আটক করেছে সেনাবাহিনী। আটককৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, জেলা শহরের চৌরঙ্গী মোড় সোনালী ব্যাংকের সামনে একটি সাদা রং এর প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ ১১-৮২২৩) দাঁড়িয়ে ছিল। সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রাইভেট কারে তল্লাশি চালান। এ সময় গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে চালক পালিয়ে যান। এ সময় একটি ব্যাগে ১১ বোতল হুইস্কি, ৫ বোতল ভদকা, ৫ বোতল ফেনসিডিল ও ২০০ পাতা ট্যাপেনটাডোল ট্যাবলেট পাওয়া যায়।

অভিযানের নেতৃত্ব দেয়া নীলফামারী সেনা ক্যাম্পের সার্জেন্ট মোদাচ্ছের জানান, আটককৃত মাদকদ্রব্য ও কারটি নীলফামারী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।