গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি যাওয়া তিনটি বিরল প্রজাতির লেমুরের মধ্যে একটি উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে মো. দেলোয়ার হোসেন তাওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর সদর উপজেলার আকন্দবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া দেলোয়ার হোসেন শেরপুর সদর উপজেলার চরখারচর সাতানীপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর শ্যামবাজার মসজিদসংলগ্ন একটি নির্জন এলাকা থেকে খাঁচাবন্দি অবস্থায় একটি পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লেমুরটিকে সাফারি পার্কে ফেরত পাঠানো হয়েছে।
এর আগে একই ঘটনায় আরও দু'জন—পার্কের এক কর্মী জহিরুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা নিপেনকে গ্রেফতার করেছিল পুলিশ।
শনিবার রাতে (১৯ এপ্রিল) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ মার্চ রাতের কোনো এক সময়ে সাফারি পার্কের লামচিতা বেষ্টনী-১ এ থাকা তিনটি লেমুর—দুটি পুরুষ ও একটি স্ত্রী রিংটেইল লেমুর—লোহার জাল কেটে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর গত ৭ এপ্রিল শ্রীপুর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করে কর্তৃপক্ষ।
লেমুর চুরির ঘটনায় দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নিয়ে সচেতন হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পার্ক কর্তৃপক্ষ। এরপর গোয়েন্দা সংস্থার সহায়তায় তদন্ত জোরদার করা হয় এবং উদ্ধার অভিযান চালানো হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখনো বাকি দুটি লেমুর উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।