চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ইউএসএ এর তৈরি একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলী উদ্ধার করেছে। বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল পৌনে ৬টার সময় জীবননগর উপজেলার গোয়াল পাড়া গ্রামের মো. জাকা মোল্লার ইটভাটার পাশ থেকে মালিকবিহীন অবস্থায় এগুলো উদ্ধার করা হয় বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোয়ালপাড়া সীমান্তের ৬৪ নং মেইন পিলার এবং ৪নং সাব পিলার হতে থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মো. জাকা মোল্লার ইটভাটার পাশে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ইউএসের তৈরি ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগজিন এবং গুলী জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে মঙ্গলবার মহেশপুর-৫৮ বিজিবি অনুরূপ আরেকটি পিস্তল উদ্ধার করেছিল।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি দামি ব্রান্ডের মোবাইল, আইফোন কিনার টাকার জন্য সহপাঠীদের নিয়ে ধর্ষণ ও অপহরণের নাটক সাজিয়েছেন মাহিয়া আক্তার নামে এক কলেজ ছাত্রী। এ ঘটনায় রূপগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাহিয়া আক্তারের দুই সহপাঠী সিফাত মিয়া ও সিনথিয়া আক্তারকে আটক করেছে পুলিশ।
সম্প্রতি রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
ওসি তরিকুল ইসলাম জানান, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মুড়াপাড়া কলেজের এক ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ করা হয়েছে। তার পরিবার থানায় একটি অপহরণের অভিযোগ দেয়। বিষয়টি আমলে নিয়ে পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।
তদন্তে বেরিয়ে আসে, মাহিয়া আক্তার বেশ কিছুদিন ধরে একটি দামি আইফোন কিনতে চাচ্ছিলেন। কিন্তু পরিবার টাকা না দেওয়ায় সে অপহরণ ও ধর্ষণের সাজানো নাটকের পরিকল্পনা করে। এতে সহায়তা করে তার দুই সহপাঠী সিফাত ও সিনথিয়া।
ওসি জানান,পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার সকালে মাহিয়া কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে সিফাত অপহরণকারী সেজে মাহিয়ার মাকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে মাহিয়াকে ধর্ষণের হুমকিও দেয়া হয়।
তিনি জানান,পরদিন বুধবার সে তার বান্ধবী সিনথিয়ার বাসায় অবস্থান করছিলেন। টাকা না পেয়ে, নাটকের অংশ হিসেবে মাহিয়া তুষকা সিরাপ খেয়ে নিজেকে অচেতন দেখিয়ে মুড়াপাড়া কলেজের পেছনে পড়ে থাকেন। পরে সিফাত মাহিয়ার মাকে ফোন দিয়ে বলে, টাকা না দেওয়ায় মেয়েকে ফেলে গেলাম।
এরপর পুলিশ মাহিয়াকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নারায়ণগঞ্জে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠায়।
ওসি তরিকুল ইসলাম বলেন, এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাহিয়া আক্তারের সহপাঠী সিফাত ও আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আপন ভাইয়ের বাড়িঘরে হামলা করেছে ভাই-ভাতিজারা। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহ সিরাজুল ইসলাম হামলাকারী আবদুল হক, তার ছেলে আজিজুল হক ও নাজমুল হককে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক মোঃ মুরাদ।
অভিযোগে উল্লেখ করা হয়, বাহেরগড়া গ্রামের মরহুম মৌলভী আবদুল করিমের ছেলে শাহ মোঃ সিরাজুল ইসলাম ও আবদুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বিভিন্ন সময় আবদুল হকের নেতৃত্বে তার দুই ছেলে আজিজুল হক ও নাজমুল হক বিভিন্ন সময় সিরাজুল ইসলাম ও তার পরিবারের উপর অত্যাচার নির্যাতন করে আসছে। এরই জের ধরে মঙ্গলবার দুপুর আড়াইটায় আবদুল হক লাঠি হাতে নিয়ে সিরাজুল ইসলামের বসত বাড়ীতে প্রবেশ করে এলো পাতাড়ি টিনের বেড়া ভাংচুর করে। এ সময় সিরাজুল ইসলাম বাধা দিলেও তাকেও মারধর করা হয়। সিরাজুল ইসলামের শোর চিৎকার শুনে পরিবারের অন্যরা এগিয়ে গেলে তাদেরকেও আক্রমন করে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে হামলাকারী আবদুল হকসহ অন্যরা পালিয়ে যায়।
ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করেছে একটি প্রভাবশালী মহল। এসময় বাধা দিতে গিয়ে নারী পুরুষ সহ ৬ ব্যক্তি গুরুতর আহত হয়। সম্প্রতি উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া পাথর খনি সংলগ্ন পলিপাড়া গ্রামে এঘটনা ঘটে। এনিয়ে এলাকায় মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সুত্রে জানা যায়, মধ্যপাড়া পাথর খনি এলাকার পলিপাড়া গ্রামের ভুমিদস্যু ও প্রভাবশালী নাজমুল হক, হোসেন আলী ও তারে লোকজনের সাথে একই গ্রামের দিনমজুর আইয়ুব আলী গংয়ের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনারদিন সকাল সাড়ে ১০টায় আইয়ুব আলী ও তাদের লোকজন অংশিদারী সুত্রে পাওয়া জমিতে বাড়ীঘর নির্মাণ করতে যায়। এসময় নাজমুল হক, হোসেন আলী, নুরুল ইসলাম সহ ২০-২২ লোকজন লাঠিসোডা, ধারালো ছুরি েিয় নিরহ আইয়ুব আলী ও তার লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহতরা হলেন, জয়নাল হক, ময়নাল হক, আইয়ুব আলী, মোসাব্বর হোসেন, র্জিমা বেগম ও জাহেদা বেগম। পরে গ্রামবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিতসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যায়। এেিক গুরুরত আহতরা রমেক হাসপাতালে যাওয়ার প্রক্কালে প্রতিপক্ষরা সকলে মিলে আইয়ুব আলীপক্ষের ময়নাল হক ও জয়নাল হকের বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করেছে মর্মে অভিযোগ উঠেছে।
সুনামগঞ্জ : সুনামগঞ্জর দায়ারাবাজারে জমি নিয়ে দুইপক্ষর সংঘর্ষ কবির আহমদ (৪৫) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়ছেন আরও ৪ জন। ঘটনাটি ঘটছে দোয়ারাবাজার উপজলার পান্ডারগাও ইউনিয়নের সানাপুর গ্রামে। বুধবার দুপুরে এই সংঘর্ষর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একই গ্রামের সিকান্দার আলী ৪০ বছর পূর্ব ৫.৩৫ শতক আমন জমি বিক্রি করেনন গ্রামের নুর আলীর কাছে। জমি ক্রয় করার ২০ বছর পর জমির পাশ দিয় গ্রামের চলাচলের সড়ক নির্মাণ করে ইউনিয়ন পরিষদ। এরপর থেকে দুই পক্ষের লাকজেন মধ্যে ঝগড়া লেগেই আছে। মঙ্গলবার স্থানীয় পঞ্চায়েতের লােকজনের সহায়তায় জমি সংক্রান্ত বিষয় মিমাংসা হয়। পঞ্চায়েতের লােকজনের উপস্তিতিতে সার্ভেয়ার মাপজােক করে নুর আলীর ছেলে কবির আহমদকে জমি সমঝিয়ে দেন। কবির আহমদ জমিনের খুঁটি তুলে ফেলেন। এ নিয় দুই পক্ষর মধ্য আবারও দ্বদ্বের সষ্টি হয়। তারা মিয়া ও কবির আহমদের মধ্যে সীমানা খুঁটি তুলে ফেলাকে কেদ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসাটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় কবির আহমদের তল পেটে সুলবির ঘা লাগে, স্থানীয় লােকজন আহত কবির আহমদকে উদ্ধার করে সিলটের উদ্দেশ্যে রওয়ানা হলে, পথিমধ্যে তার মত্যু হয়। সংঘর্ষে কবিরের চাচাতা ভাই সাবাজ আলীর পুত্র আ. কুদ্দুস (৪০) ও তারা মিয়া (৫৫), তাজ উদ্দিন (৫০) ফজর আলীর পুত্র সুজন মিয়া (৪০) আহত হয়ছেন।
দোয়ারাবাজার থানার ওসি মা, জাহিদুল হক জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শার্শা (যশোর) : যশোরের শার্শা থানার পুলিশ ব্যবসায়ীর কাছে তিন লক্ষ টাকা চাঁদাদাবির অভিযোগে আব্দুর রহমান(২৫) নামে এক যুবককে আটক করেছে। আটক যুবক বাগআঁচড়া বাজারের রুহুল আমিন টুটুল ড্র্াইভারের ছেলে। এ ঘটনায় বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী মোঃ রুহুল আমিন বাদী হয়ে শার্শা থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছে।
মামলায় ব্যবসায়ী রুহুল আমিন অভিযোগ করেন, তার ছেলে মাসুদ পাভেজ রিজভী (২১) বাগআঁচড়া কলেজ রোড দিয়ে বাজারে আসছিলেন। এ সময় জনৈক ইসমাইলের চায়ের দোকানের সামনে তার ছেলেকে অবিযুক্ত আব্দুর রহমানসহ ৮/১০জন দুর্বৃত্ত গতিরোধ করে। তখন অবিযক্তরা বলেন তোর বাপ বাগআঁচড়া বাজারের একজন বড় ব্যবসায়ী এ জন্য তোর বাবাকে বলিস আমাদের তিন লক্ষ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় তোর সহ তোর বাবাকে যে খানে পাবো সেখানে ফেলে মারপিক করবো। এ সময চাঁদাবাজরা রিজভীকে বেদম ভাবে মারপিট করে। এ ঘঁনার পর রিজভীর পিতা মোঃ রুহুল আমীন প্রধান অভিযুক্ত আব্দুর রহমানসগ অপ্সাত আরও ৮/১০ জনের নামে শার্শা থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করে। পুরিশ বুধবার মকালে মামলার প্রধান আসামী আব্দুর রহমানকে ধরে ঐ দিনই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।
উল্লেখ্য আটক আব্দুর রহমানের বিরুদ্ধে বাগআঁচড়া বাজার এলাকায় মাদক সেবন, চাঁদাবাজী, ইফটিজিংসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম ঘঁনার সত্যতা শিকার করে বলেন চাঁদাবাজী মামলায় আব্দুর রহমান নামে এক যুবককে ধরে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম কবির উদ্দিন (৪৫), তিনি একই গ্রামের নুর আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গ্রামের দুই পক্ষের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে কবির উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে ঘটনাস্থলে মারা যায়।
এ ঘটনায় উভয় পক্ষে আরও ১০/১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।