আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : আদমদীঘিতে বার্মিজ চাকুসহ রবিউল আওয়াল (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি সান্তাহার শহীদ মিনারের চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল আওয়ায় পার নওগাঁ সরদারপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।
আদমদীঘি থানার উপ পরিদর্শক বাবুল আক্তার জানান, গত শনিবার রাতে মাদক বিরোধী অভিযান ও আদালতের গ্রেফতারী পরোয়ানা তামিল করার সময় সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স সহ রাত আড়াই টায় সান্তাহার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে রবিউল আওয়াল নামের যুবককে আটক করার পর তার হেফাজতে থাকা ১০ ইঞ্চি লম্বা একটি সিলভার রংয়ের ধারালো ফোল্ডিং বার্মিজ চাকু উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু করে গতকাল রোববার দুপুরে গ্রেফতারকৃত রবিউল আওয়ালকে আদালতে প্রেরণ করা হয়ছে।
শিবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পবিত্র রমযান মাসে প্রকাশ্যে পরিবারের সামনে নির্মমভাবে খুন হন গোলাম আজম। ঘটনার প্রায় দুই মাস পার হলেও এখনো গ্রেফতার হয়নি কোনো আসামি। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনরা সুষ্ঠু তদন্ত ও দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন। রোববার সকালে শিবগঞ্জ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের আয়োজনে শিবগঞ্জ মডেল সরকারি মডেল হাই স্কুলের সামনে এ মানববন্ধন অনু্ষ্িঠত হয়।
শান্তিগঞ্জ
শান্তিগঞ্জে নিজাম উদ্দিন(২৭) নামের সিএনজি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১১ টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিজাম উদ্দিন উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
পাটগ্রাম
পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জনতার বাজার (ধবলগুড়ি) নামক এলাকায় আবেদ আলী (৫৬) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায় গত ১১মে রবিবার সকাল নয়/সাড় নয়টার দিকে ঐ এলাকার কয়েকজন দিন মুজুর ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে ভুট্টা ক্ষেতের পাশে একটি সুপারি গাছের নিচে এক ব্যাক্তির মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়, পরে এলাকাবাসী জানতে পারেন মৃত ব্যাক্তি ঐ এলাকার বাসিন্দা আবেদ আলী (আনুমানিক ৫৬)। মৃত ব্যাক্তির পাশে সুপারি গাছের মগ ডাল ও বেশ কিছু সুপারি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় এলাকাবাসীর ধারনা উক্ত ব্যাক্তি রাতের আঁধারে সুপারি গাছ থেকে সুপারি চুরি করতে এসে গাছ ভেংগে পরে মারা যেতে পারে।ঘটনা জানতে পেরে পাটগ্রাম থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে এসেছেন বলে জানা গেছে।
মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় সাদ্দাম হোসেন (৩৮) নামের এক যুবক চুরি করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের কালারাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন একই ইউনিয়নের রোয়াচালা গ্রামের হিরন মিয়ার ছেলে।
মেহেরপুর
মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা মাঠে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ৫টি ককটেল বোমা ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৯টায় মেহেরপুর সেনা ক্যাম্পের অভিযানে এগুলো উদ্ধার করা হয়।
ডাকাতি প্রবণ চোখতোলা এলাকায় ডাকাতির প্রস্তুুতিকালে ডাকাতদল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। সেখানে তল্লাশি করে ওই অস্ত্র, বিস্ফোরক এবং মাদক উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনীর অভিযান সুত্রে জানা গেছে।
মেহেরপুর সেনা ক্যাম্প সুত্রে জানা গেছে, চোখতলা মাঠে ডাকাতির উদ্দেশ্যে ককটেল বোমা প্রস্তুত করছিল একদল দুষ্কৃতীকারী। পরে মেজর ফারহান এবং লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে একটি অভিযান দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান দলের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা ২টি মোটরসাইকেলে পালিয়ে যায়।
উদ্ধার হওয়ায় পিস্তল, ককটেল বোমা এবং গাঁজা গাংনী থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা।
মাগুরা সংবাদদাতা
মাগুরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। সভায় জেলায় গত বৈষম্যবিরোধী আন্দোলনে স্বৈরাচারের ব্যবহৃত অস্ত্র উদ্ধার হত্যা মামলার আসামী গ্রেফতারের প্রতি দৃষ্টি আকর্ষন করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বিস্তারিত আলোচনা করা। বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, জেলা বিএনপির, আহবায়ক আলী আহম্মদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের আমীর এমবি বাকের, ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার সভপ্রতি মোস্তফা কামাল, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী শামছুজ্জামান প্রমুখ।