ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাসিস্টান্ট প্রফেসর ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত সাইবার বুলিং, ছবি বিকৃতি ও মানহানিকর প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছে আদর্শ মহিলা শিক্ষক ফেডারেশন।
সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন শিক্ষকের প্রতি অপমানজনক ও আক্রমনাত্নক আচরণ কেবল ব্যক্তিগত মর্যাদা ক্ষুন্ন করেনা, বরং এটা গোটা শিক্ষক সমাজ ও শিক্ষাঙ্গনের প্রতি অসম্মান প্রদর্শন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “সাইবার বুলিং মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও নারীদের পেশাগত নিরাপত্তার পরিপন্থী। শিক্ষকরা সমাজ গঠনের অন্যতম চালিকাশক্তি—তাদের বিরুদ্ধে অপপ্রচার রোধে প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”
ফেডারেশনের সভাপতি বলেন, “আমরা মোনামী ম্যাডামের পাশে আছি। সত্য ও মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়।”
সংগঠনটি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। পাশাপাশি সকল শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিককে সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়।