টাংগাইল জেলা সংবাদদাতা : টাংগাইলের মধুপুরে রাতের আঁধারে জামায়াত নেতার পেয়ারা বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ১২ আগস্ট (মঙ্গলবার ) দিবাগত রাতের অন্ধকারে ৬২ বিঘা জমির অনেক গাছই কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ১৩ আগস্ট (বুধবার ) সকালে শ্রমিকরা বাগানে কাজ করতে গিয়ে কাটা গাছ দেখে জামায়াত নেতা সাইফুল ইসলাম ও হাবিবুর রহমানকে জানালে তারা সরেজমিনে বাগান দেখে বিস্মিত হয়ে যান। সরেজমিনে পরিদর্শনে দেখা যায় প্রায় ৩০ লক্ষ টাকার পেয়ারা গাছ কেটে রেখে যায় দুর্বৃত্তরা। জামায়াত নেতাদের সাথে কথা বলে জানা যায় তাদের সাথে পূর্ব শত্রুতার কোন ঘটনা নেই। তবে স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায়, বাগানের মালিকদের মধ্যে ভীতি সঞ্চার করে কিছু টাকা হাতিয়ে নেওয়ার লোভে স্থানীয় কয়েকজন প্রভাবশালী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। টাংগাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের শেষ প্রান্তে ভুটিয়া চৌরাস্তার কাছে অবস্থিত এ বাগানে প্রায় ১৪ হাজার পেয়ারা গাছ ও ২ হাজার পেঁপে গাছ আর মাত্র ১৫ দিন পরেই বিক্রির উপযুক্ত হবে। বাগানের মালিক টাংগাইল শহর জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম ও মধুপুর পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হাবিবুর রহমান এ ঘটনায় হতবাক হয়ে প্রশাসনের কাছে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও ক্ষতিপূরণ আদায়ের জন্য অনুরোধ করেন। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় স্থানীয় আব্দুল বােেছদ,মালেক,রফিক ও শাহআলমরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে
অপরাধ
টাংগাইলের মধুপুরে রাতের অন্ধকারে জামায়াত নেতার পেয়ারা বাগান কেটে ফেলল দুর্বৃত্তরা
টাংগাইলের মধুপুরে রাতের আঁধারে জামায়াত নেতার পেয়ারা বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
Printed Edition
