সরকারী নিয়মনীতি না মেনে বাড়ি নির্মাণ করা হচ্ছে। চারদিকে জমি না ছেড়েই তৈরি করা হচ্ছে ভবন। পাশের বাড়ির মালিক প্রতিবাদ করায় নানাভাবে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা রাজধানীর মগবাজারের পীরপাগলার গলি এলাকায়। প্রতিকার চেয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। রাজউকের পক্ষ থেকে নোটিশ দিয়েই শেষ। বাড়ি নির্মাণের কাজ চলছে আগের গতিতেই।

পীর পাগলার গলির ৪৪৩ নম্বর বাড়ির মালিক মুর্শেদুজ্জামান মিশু, ৪৪৩/এ নম্বর বাড়ির মালিক রোকেয়া জামান, ৪৪৩/১ নম্বর বাড়ির মালিক সাজিয়া আহমেদ এ্যানি এবং ১৬৪/১ নম্বর বাড়ির মালিক মরিয়ম বেগম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর পাঠানো অভিযোগে বলেন, পীরপাগলা গলির ১৬৪ নম্বর বাড়ির মালিক মৃত শহিদুল্লাহ’র পক্ষে তার ভাই মো. শামির আইন বহির্ভূতভাবে পাশের বাড়ির ক্ষতি সাধন করে বহুতল ভবন নির্মাণ করছেন। তাকে বার বার নিষেধ করা সত্ত্বেও নিয়মনীতি না মেনেই নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ইমারত আইন ১৯৫২ সংশোধনী ২০০৬ এর ৩ ধারা মতে- নির্মিত কাজের সমর্থনে রাজউকের ইমারত নির্মাণ কমিটির অনুমোদিত নকশা থাকা প্রয়োজন। চারপাশে ছাড়তে হয় নির্দিষ্ট পরিমাণ জমি। কিন্তু প্রয়োজনীয় জমি না ছেড়েই পাশের বাড়ির সীমানা ঘেঁষে বাড়ির নির্মাণকাজ অব্যাহত রাখে। এর প্রতিবাদ করায় নানাভাবে হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে হাতিরঝিল থানায় মো. মুর্শেদুজ্জামান মিশু অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, মগবাজারের পীরপাগলার গলির ১৬৪ নম্বর বাড়ির মালিকরা তার নিয়ম বহির্ভূতভাবে পাশের বাড়ির সীমানা ঘেঁষে নতুন ইমারত নির্মাণ কাজ শুরু করে। এতে নিষেধ করা হলেও তারা কাজ বন্ধ করেনি। বরং রাতের বেলায় সন্ত্রাসীদের দিয়ে হামলা, গালাগালি ও হুমকি প্রদান করছে।