টয়োটা বাংলাদেশ লিমিটেডের এমডি প্রেমিত সিংসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে সম্প্রতি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র ইন্সপেক্টর সৈয়দ সাজেদুর রহমান এ প্রতিবেদন দাখিল করেন। এ প্রতিবেদনের ওপর আগামী ৩০ ডিসেম্বর ঢাকার মহানগর হাকিম জুয়েল রানার আদালতে শুনানি হবে।

তদন্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, টয়োটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং, টয়োটা টুশো এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট আকিও ওগাওয়া এবং টয়োটা টুশো করপোরেশনের জেনারেল ম্যানেজার আসিফ রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ৮ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করেছি।