ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ধামরাইয়ে নৈশপ্রহরীকে হাত পা মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে কারখানায় ডাকাতি হয়েছে।
জানাগেছে, সোমবার রাত ২ টার দিকে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ঢাকা আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ডের পাশে তাকওয়া কনজ্যুমার ফুড লিমিটেড কারখানায় টিনের বেড়া কেটে ১০/১২ জনের একটি মুখোশ ও অস্ত্রধারী ডাকাতদল নৈশপ্রহরীদের হাত, পা, মুখ বেঁধে জিম্মি করে নগদ ৩ লাখ টাকা কম্পিউটার সরঞ্জামসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাকাতদের এখনো গ্রেফতার করতে পারেনি ধামরাই থানা পুলিশ।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার্স ইনচার্জ ওসি মনিরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।