DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

অপরাধ

কেরানীগঞ্জে গৃহবধূকে খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ

কেরানীগঞ্জে বৃষ্টি (২৬) নামের এক গৃহবধূকে বিএনপি ক্লাবের খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এমনকি নির্যাতনের পরে রহমান মিয়ার ডকইয়ার্ডে নিয়ে দু‘চোখ উঠানোর ভয় দেখিয়ে শিলতাহানির অভিযোগ করে নির্যাতিতা গৃহবধূ। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Printed Edition
Default Image - DS

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : কেরানীগঞ্জে বৃষ্টি (২৬) নামের এক গৃহবধূকে বিএনপি ক্লাবের খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এমনকি নির্যাতনের পরে রহমান মিয়ার ডকইয়ার্ডে নিয়ে দু‘চোখ উঠানোর ভয় দেখিয়ে শিলতাহানির অভিযোগ করে নির্যাতিতা গৃহবধূ। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী বৃষ্টি জানায়, তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা চর কালীগঞ্জের বড়ই তলা মামুন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। গতকাল ২ মার্চ দুপুরে পারিবারিক সমস্যা নিয়ে তিনি তার বোন জামাই রুবেল মিয়ার সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এসময় রুবেল মিয়ার বাড়ির মালিক দেলোয়ার রুবেলের পক্ষ নিয়ে বৃষ্টির সাথে জগড়ায় জড়িয়ে পরে। এ সময় দেলোয়ার ফোন করে তার স্ত্রী ও মেয়েদের খবর দেয়। পরে দেলোয়ারের তিন মেয়ে ও স্ত্রী গৃহবধূ বৃষ্টিকে বাসায় গিয়ে চুল ধরে বেদর মারপিট করে।

পরে গৃহবধূ কে দেলোয়ারের মেয়ের জামাই সনি মিয়া ও তার বন্ধু জসিম গৃহবধূকে আবারো মারপিট করে এবং তাকে ধরে নিয়ে বিএনপির ক্লাবের খুঁটির সাথে বেঁধে নির্যাতন চালায়। নির্যাতনের একপর্যায়ে তাকে রহমান মিয়ার ডকইয়ার্ডে নিয়ে যায়। সেখানে চোখ উঠানোর ভয় দেখিয়ে শরীরের জামাকাপড় ছিড়ে ফেলে সবাই কে সরে যেতে বলে। পরে তার শিলতাহানি করার অভিযোগ

বৃষ্টি মা সখিনা বেগম বলেন, আমার মেয়ে যদি অন্যায় করে থাকে আমার মেয়ের জামাই বেঁচে আছে তার কাছে বিচার দিত। আমার মেয়েকে বাসা থেকে বের করে দেলোয়ার, দেলোয়ারের স্ত্রী মেয়েরা মেরেছে। মারছে তাতে দোষ ছিলনা তাকে বেধে মারপিট করেছে। ডকইয়ার্ডে নিয়ে সনি নামের এক বখাটে শীলতা হানির চেষ্টা করছে এবং মারছে তার সঠিক বিচার চাই।

এঘটনায় বৃষ্টি জামাই দেলোয়ার হোসেন জানান, আমি কাজ করার সুবাধে বাহিরে থাকি। আমার স্ত্রী অন্যায় করলে আমি দেখবো । অন্যায় করলে তারা আমার কাছে বিচার দিত আমি বিচার না করলে সামাজিক ভাবে বিচার বসাত। আমার স্ত্রীর গায়ে হাত দেয়ার সাহস কি ভাবে তারা পায়। মারধর করছে মধ্যযুগীয় কায়দায় । বেধে মারপিট করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

বৃষ্টি অভিযোগে উল্লেখ করেন তার বাসা থেকে দুইটি মোবাইল সেট এর মধ্যে অপো সেট ভেঙ্গে ফেলিয়া ২০,০০০/-( বিশ হাজার) টাকা ক্ষতি সাধন করে। এবং ভিভো মোবাইল সেট যাহার মূল্য ২০,০০০/-( বিশ হাজার) টাকা নিয়া যায়। এবং দেলোয়ারের মেয়ে তার কানে থাকা স্বর্নের দুল ওজন অনুমান চার আনা মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশহাজার) টাকা নিয়া যায়। বাদী বৃষ্টি ডাকচিৎকার করিলে আশ পাশের লোকজন আগাইয়া আসেনি।

বিবাদীরা তাকে জীবনে মারিয়া ফেলার হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, বৃষ্টি নামে এক গৃহবধূ অভিযোগ করেছেন। তদন্ত কর্মকর্তা তদন্ত করছে। অভিযোগে বিষয় সত্যতা পাওয়া গেলে দোষীদের আইনের আওতা আনা হবে।