রাজশাহী বিভাগের আট জেলাতেই উদ্বেগজনকভাবে বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। গত ১১ মাসে এ বিভাগে আট জেলায় ডাকাতি ৫৯, ছিনতাই (দস্যুতা) ১০০টি ও ৯২৭ টি চুরি মামলা হয়েছে। এর বাইরে অন্তত দ্বিগুন ঘটনা ঘটেছে এই ১১ মাসে। তবে বাড়তি হয়রানির ভয়ে ভুক্তভোগীরা থানায় সেসব ঘটনায় মামলা করেননি। একেবারে বড় ঘটনাগুলোতে ক্ষতিগ্রস্তরায় কেবল থানায় মামলা করেন। ছোট-খাটো ডাকাতি চুরি বা ছিনতাইয়ের ঘটনায় থানা পর্যন্ত সহজে যান না ভুক্তভোগীরা।
চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় ঘটছে খুন-খারাবিও। নাটোরের লালপুরে চুরি রোধে রাতজেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। অন্যদিকে, বিভাগীয় শহর রাজশাহীতে একের পর এক চুরির ঘটনায় রাতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ ১২টি পয়েন্টে গত রবিবার রাত থেকে প্রতিদিন পুলিশ দলবেধে টহল দিচ্ছে। ডাকাতির মধ্যে পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া এগিয়ে আছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এর আগে চলতি বছরের শুরুর চার মাসে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় ৩৯০টি মামলা দায়ের হয়। এর মধ্যে ডাকাতির ঘটনা ছিল ২৯টি, ২৮৪টি চুরি এবং ৭৭টি ছিল ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলা। বিভাগের আট জেলার মধ্যে তখনো বগুড়ায় এসব ঘটনা বেশি ছিল।
রাজশাহী: গত ১৫ অক্টোবর রাত পৌনে ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন বিকাশ এজেন্ট নাসির উদ্দীন। মুখোশধারী ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মাথায় সজোরে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নাসির উদ্দীনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। নাসিরের স্ত্রী রাবেয়া খাতুন বলেন, ‘ঘটনার পর থেকে নাসির উদ্দীন মানসিক ভারসাম্য হারানোর পথে। তিনি এখন আর ঠিকভাবে কথা বলতেও পারেন না।’ রাজশাহীতেই চলতি বছরে তিনটি হিমাগারে ডাকাতির ঘটনা ঘটেছে। রাজশাহীর পবা, মোহনপুর ও তানোরে এ ঘটনা ঘটে। গত ৩০ নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ড. মো. জিললুর রহমান যোগদানের পর থেকে চুরি ছিনতাই রোধে শহরে বিশেষ টহল জোরদার করেছেন। শহরে একের পর এক চুরি ছিনতাই রোধে সারারাত পুলিশ দলবেধে টহল দিচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে চুরি করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা পড়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন গত ৮ জানুয়ারি। জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশারফ হোসেন (৩৪) নামে ওই যুবকের মৃত্যু হয়। এর আগে ৬ ডিসেম্বর দিবাগত রাতে তিনি স্থানীয় জনতার হাতে ধরা পড়েন। পরে চোর সন্দেহে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। এতে তাঁর মৃত্যু হয়।
নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রকাশ্য ছিনতাইয়ের ঘটনা গত ৩ ডিসেম্বর। ছিনতাইকারীরা ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং অস্ত্রের আঘাতে ইয়ামিন নামের এক যুবক গুরুতর জখম হোন। উপজেলার আঙ্গরত কলোনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোর: গত ৫ ডিসেম্বর নাটোরের লালপুরে উপজেলা ভূমি অফিসে কম্পিউটারের যন্ত্রাংশ চুরি ঘটনা ঘটে। চোরেরা দুইটি কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। একই দিন রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামের ৬টি বাড়িতে চুরির চেষ্টা করে চোরচক্রের সদস্যরা। তবে অধিকাংশ বাড়ির লোকজন পাহারা থাকায় সে চেষ্টা ব্যর্থ হয়। এরই মধ্যে ওই রাতেই একই গ্রামের ঝন্টু সরকারের বাড়ি থেকে চার্জার ভ্যান চুরি হয়ে যায়। গত ছয় মাসে এই গ্রাম থেকে সাতটি ভ্যান চুরি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জেলায় গত ৩ নভেম্বর নাটোরে মহাসড়কের পাশে ট্রাক ভিড়িয়ে একটি দোকানের শাটার ভেঙ্গে ১৫০ বস্তা চাল চুরির ঘটনা ঘটে। এর আগে নাটোরে নর্থবেঙ্গল সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
বগুড়া: গত ৯ নভেম্বর বগুড়ার গাবতলীতে মুরগি চুরিকে কেন্দ্র করে তরিকুল ইসলাম ভুট্টো (৫০) নামের এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ধুনট জোনাল অফিস সূত্রে জানা যায়, গত অক্টোবরে উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতি গ্রামে ৬ জন কৃষকের ট্রান্সফরমার চুরি করে দুর্বৃত্তরা।
জয়পুরহাট: জয়পুরহাটের কালাই পৌর শহরের তালুকদার পাড়ায় গত ৪ সেপ্টেম্বর প্রবাসীর বাড়ির পিছন দিকে নিচতলায় গ্রিল কেটে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির মালিক ইসমাইল হোসেন টুকু ও স্ত্রী বিলকিস আরাসহ চারজনকে বেঁধে মারধর করে চারটি মোবাইল, আলমারিতে থাকা নগদ টাকা ও ১০ ভরি স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গত ৭ নভেম্বর ৪ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
সিরাজগঞ্জ: গত ১৩ মার্চ দিবাগত রাতে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের একটি ব্যাটারি কারখানায় ২৫-৩০ জনের একদল ডাকাত শ্রমিকদের বেঁধে রেখে মারধর করে এবং প্রায় ৩৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে র্যাব অভিযান চালিয়ে কয়েকজন ডাকাতকে গ্রেপ্তারও করে।
পাবনা: গত ৩ ডিসেম্বর পাবনার ভাঙ্গুড়া উপজেলায় স্পিডবোটে গিয়ে নদীসংলগ্ন বাজারে কয়েকটি সোনার দোকান ও এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ওইদিন গভীর রাতে উপজেলার অষ্টমনিষা বাজারে এ ঘটনা ঘটে। এর আগে গত ২৪ নভেম্বর পাবনার বেড়া উপজেলার যমুনাপাড়ের নাকালিয়া বাজারে একই কায়দায় ৪টি দোকানে ডাকাতির ঘটনা ঘটে।