ঝিনাইদহের শৈলকূপায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করেছেন সেনাবাহিনী। এসময় রফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। ইউএনবি

সোমবার(২৯ জুলাই) গভীর রাতে শৈলকূপা উপজেলার দেবীনগর গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেলসহ দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসময় আটক করা হয় রফিকুল ইসলামকে। মৃত. মোকছেদ আলীর ছেলে রফিকুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর শৈলকূপা ক্যাম্পের ১০ বেঙ্গলের সিও'র নেতৃত্বে ঘণ্টাব্যাপী অভিযানে রফিকুল ইসলামের বাড়ি থেকে এ সকল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে। তাকে রাতেই শৈলকূপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, শৈলকূপা সেনা ক্যাম্প অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুলকে গ্রেপ্তার করেছে। রাতেই আমাদের কাছে হস্তান্তর করেছিল। মঙ্গলবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করাসহ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।