ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে ধর্ষণের শালিসের আতœসাতকৃত টাকা এখনো ফেরত দেয়নি গ্রাম্য মাতাব্বরা ।
জানাগেছে, ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের নবগ্রাম বাজারে সম্প্রতি ১ মাস আগে ডা: রজ্জব আলীর বাড়িতে ধর্ষণের শিকার হয় দুনিগ্রামের সুলতানা নামে এক গৃহবধূ। এই ধর্ষণকে পুঁজি করে নবগ্রাম বাজার বনিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, বাগজান গ্রামের রং মিস্ত্রী ছানোয়ার হোসেন, নবগ্রামের গরুর বেপারী আওয়ামী লীগ নেতা সুলাইমান ও কুশুরা ইউনিয়ন পরিষদের মেম্বার শাহীনের নেতৃত্বে ধর্ষক জাহাঙ্গীর কে ২ লাখ টাকা গ্রাম্য শালিসে জরিমানা করেন। এ দিকে মাতাব্বরা ধর্ষিতাকে ৮০ হাজার টাকা দিয়ে অবশিষ্ট ১ লাখ ২০ হাজার টাকা তাদের পকেটে ভরে। শালিসের টাকা আত্মসাৎ নিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রচার হলে তখন মাতাব্বরা গাঁ ডাকা দেন। অভিযোগ হলে ও ধর্ষিতার মামলা নেয়নি কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র। এ দিকে ধর্ষিতার পরিবারকে চাপেঁর মুখে ফেলে বালিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার নাছির উদ্দিন গোপনে মিটমাট করেন বলে অভিযোগ উঠেছে। ধর্ষনের টাকা আত্মসাত করে পার পেয়ে গেল গ্রাম্য মাতাব্বর ও আওয়ামিলীগ এর নেতারা।