গাজীপুর মহানগরের সুরাবাড়ী আশ্রয়ণ প্রকল্প এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পূজামণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকার (৫৫) কে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। বুধবার (১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে, পরে সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই পুলিশ তাকে আটক করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান ও স্থানীয় সূত্রে জানান, সকাল থেকে আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপে পূজা অর্চনা চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে কয়েকজন শিশু খেলা করছিল। এ সময় ভজেন্দ্র সরকার কৌশলে আট বছরের ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কিছুক্ষণ পর শিশুটির স্বজন ও স্থানীয়রা শিশুটিকে ভজেন্দ্র সরকারের ঘর থেকে উদ্ধার করে। তখন শিশুটির মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

এ ঘটনায় শিশুটির পরিবার বিকেলের দিকে থানায় যোগাযোগ করলে সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামি ভজেন্দ্র সরকারকে গ্রেফতার করে।

কাশিমপুর থানার ওসি, মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।