চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একই দিনে দুই যুবকের করুণ আত্মহত্যার ঘটনা ঘটেছে। সম্প্রতি পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হাসান আলী (১৯) এবং কীটনাশক পান করে মৃত্যুর কোলে ঢলে পড়েন ছাব্বির হোসেন (১৮)।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক দুই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।