সুনামগঞ্জ শহরের মমিনুল মউজদীন সড়কে (শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা বিদ্যালয়ের বিপরীতে) তিনটি শোরুমে চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাতে চোরেরা শোরুমের তালা ভেঙে নগদ অর্থসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়াও আরেকটি মুদির দোকানে চুরির চেষ্টা করে চোরেরা।
চুরি হওয়া শোরুমগুলো হলো— লার্ক সুনামগঞ্জ শাখা, টেস্টি ট্রিট, ইনটেন্স ও আনিশা মুদি দোকান। লার্ক আউটলেটে কর্মরত মো. তালহা বলেন, শোরুম ক্লোজ করার আগে সারাদিনের সেলস ও আগের দিনের কিছু মিলে প্রায় দুই লাখ টাকা ক্যাশে রেখে গেছি। সকালে খবর আসে আমাদের দোকানে গ্লাস ও সাঁটারের তালা ভাঙা। এসে দেখি দোকানে চুরি হয়েছে। একটি ল্যাপটপ, শোরুমের একটি মোবাইল ফোন ও ক্যাশে থাকা দুই লাখ টাকা চোরেরা নিয়ে গেছে।
টেস্টি ট্রিটে কর্মরত শুভ্র দাস বললেন, রাত সাড়ে ১১টায় দোকান ক্লোজ করে যাই। মঙ্গলবার (১৮ মাচ) সকাল সাতটায় এসে দেখি দোকানের সাঁটারের দুটি তালা ভাঙা। ক্যাশের টাকা এবং কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে। চোরেরা আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা ক্ষতি করেছে।
ইন্টেন্স ফ্যাশন হাউজের ম্যানেজার বলেন, সকালে এসে দেখি দোকানের সামনে সাঁটারের তালা ভাঙা। দোকানের ক্যাশে থাকা নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।
আনিশা মুদি দোকানের মালিক বললেন, ৪টি তালা ভেঙে চুরির চেষ্টা হয়েছে, তবে মানুষের উপস্থিত টের পাওয়ায় চোরেরা পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসাইন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শুরু হয়েছে, সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা করা হচ্ছে।