স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

পরিবেশের মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ একটি কারখানা সিলগালা করেছে জেলা প্রশাসন। পাশাপাশি ওই কারখানার মালিক আব্দুল আউয়াল (৪৪)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ কাপাসিয়ার রাউৎকোনা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসনের একাধিক সূত্রে জানা যায়, রাউৎকোনা এলাকায় আব্দুল আউয়াল দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে কারখানার ভেতরে প্লাস্টিকের দানা, পলিথিন তৈরির উপকরণ এবং উৎপাদনের জন্য ব্যবহৃত বিভিন্ন মেশিন পাওয়া যায়।

ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, “এই কারখানায় প্রথমে প্লাস্টিকের কাঁচামাল প্রক্রিয়াজাত করে দানা বানানো হতো, এরপর তা দিয়ে তৈরি হতো পরিবেশবিধ্বংসী পলিথিন। এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়ংকর হুমকি।চ্ তিনি আরও বলেন, “পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী কারখানার মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কারখানাটি সিলগালা করা হয়েছে।

অভিযানে কাপাসিয়া থানা পুলিশের একটি টিম নিরাপত্তা ও সহায়তায় অংশ নেয়। পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত আব্দুল আউয়ালকে পুলিশ হেফাজতে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

অভিযান পরিচালনাকালে পলিথিন ও প্লাস্টিকের দানা ভর্তি বস্তা, উৎপাদনের যন্ত্রাংশ এবং প্রচুর পরিমাণে নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়। ঘটনাস্থলেই এসবের ধ্বংস প্রক্রিয়া শুরু হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার জানান, “পরিবেশ রক্ষায় গাজীপুর জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের টেকসই পরিবেশ নিশ্চিতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি বলেন, “যারা এখনও অবৈধভাবে পলিথিন উৎপাদন ও ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ অভিযানের মধ্য দিয়ে গাজীপুরে পরিবেশ সচেতনতার ক্ষেত্রে প্রশাসনের কঠোর অবস্থান আবারও স্পষ্ট হলো। স্থানীয়দের প্রত্যাশা, এসব অভিযান নিয়মিত চালিয়ে গেলে শহর ও গ্রাম—সবখানেই পরিবেশ বিপর্যেয়র ঝুঁকি কমবে।