শৈলকুপা, ঝিনাইদহ: শৈলকুপা থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ২০৪০ পিস ইয়াবা, ২৮৯০ টাকা এবং ৭ বান্ডিল জিপার পলিব্যাগসহ এক যুবককে আটক করেছে। আটককৃত যুবকের নাম অন্তর ইসলাম (২২)। শুক্রবার রাত ২টা ৪০ মিনিটে পৌর এলাকার মাঠপাড়া অন্তর ইসলামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
শৈলকুপা থানার অফিসার্স ইনচার্জ মাসুম খানের নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) শাকিল আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই হুমায়ুন কবির, এএসআই আনিসুর রহমান, এএসআই কামরুল হাসান, এসআই আহসান হাবীব এবং সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অন্তর ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা এবং ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত জিপার পলিব্যাগ উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার অফিসার্স ইনচার্জ মাসুম খান জানান, আটককৃত অন্তর ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।