কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার মিরপুরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি উপজেলার ছাতিয়ান কালিতলা-দুর্গাপুর মাঠের নির্জন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীদের মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং নগদ অর্থ ছিনিয়ে নেয়।

ডাকাতির শিকার যাত্রীদের মধ্যে ছিলেন নিশ্চিন্তপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে রাকিবুল ইসলাম (৪২), আইলচাড়া গ্রামের আকছেদ মন্ডলের ছেলে শাহবুল, শিঊলি খাতুন (৪৬), ও ফেরদৌসি (৩২)।

ভুক্তভোগীরা জানান, বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুধিরাজপুর গ্রামের বাসিন্দা নিয়ামত আলীর স্ত্রী আয়েশা খাতুন (৫০)। পরিবারের সদস্যরা আয়েশা খাতুনের লাশ একটি অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি ফিরছিলেন। অ্যাম্বুলেন্সটি ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর সড়কে পৌঁছালে হঠাৎ মুখোশধারী একদল দুর্বৃত্ত গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং নগদ অর্থ ছিনিয়ে নেয়।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় রাতে কোনো ধরনের পুলিশি টহল থাকে না, ফলে অপরাধীরা সহজেই এমন ঘটনা ঘটাতে পারছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। মিরপুরের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কেই রাতে পুলিশের টহল থাকে। তবে সব সড়কে তো টহল দেয়া সম্ভব হয় না। বিষয়টি আমরা শুনেছি, তবে কেউ লিখিত অভিযোগ করেনি। আমরা দায়ীদের চিহ্নিত করার চেষ্টা করছি। চিহ্নিত করতে পারলেই আইনের আওতায় নিয়ে আসা হবে।