রাজধানীতে চারটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রমনা, শ্যামপুর, মিরপুর ও উত্তরা এলাকায় এসব ঘটনা ঘটেছে। এদিকে মোহাম্মদপুর ঢাকা উদ্যান থেকে ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেলসহ এক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে হঠাৎ আগুন জ¦লতে দেখা যায়। পুলিশ বলছে, এ আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে বলে জানান রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনো হতাহত নেই। গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে বলে জানান রমনা থানার ওসি।

এদিকে শ্যামপুরের ধোলাইপাড়ে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসে আগুন কীভাবে লেগেছে, তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বাসে থাকা কোনো ব্যক্তি আহত হয়নি।

অন্যদিকে, রাজধানীর মিরপুরে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে মিরপুর-১ নম্বর সেকশনের সনি স্কয়ারের রূপায়ণ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তিন ব্যক্তি যাত্রীবেশে বাসটিতে উঠে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ডিএমপির ট্রাফিক বিভাগের (মিরপুর) তথ্য অনুযায়ী, দুপুর আনুমানিক ১টা ০৩ মিনিটে সনি স্কয়ারের রূপায়ণ টাওয়ারের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাসটিতে অগ্নিসংযোগকারী পরিচয় জানা যায়নি। আশপাশের লোকজনের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়েছে। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম গণমাধ্যমকে জানান, দুপুর ১টার দিকে শতাব্দী পরিবহনের একটি বাস মিরপুর-২ নম্বর সেকশনের দিক থেকে নিউমার্কেটের দিকে যাচ্ছিল। সনি সিনেমা পেরিয়ে যাওয়ার পথে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়। এ ঘটনায় বাসের সামনের দিকের কয়েকটি আসন পুড়ে গেছে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বুধবার সকাল ৭টা ১৮ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকালে উত্তরার জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ওভার হিটের কারণে এই আগুনের সূতপাত হয়। উল্লেখ্য, কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এবং বিভিন্ন যাত্রীবাহী বাসেও আগুন দিচ্ছে। ডিএমপির তথ্যানুসারে, ঢাকায় ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ককটেলসহ আ.লীগ নেতা গ্রেফতার: রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান থেকে ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল এক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা উদ্যানের সোলনা কনভেনশন হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন- মো. আব্দুর রহমান (৪৫)। তিনি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার ৯নং দেউলিয়া ইউনিয়ন মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করি। পরে তার ব্যাগ তল্লাশি করে বোমা ও ককটেল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ভোলা জেলার বোরহান উদ্দিনের একটি ইউনিয়নের বর্তমান মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

গাজীপুরে গভীর রাতে ৩

বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে গভীর রাতে সড়কের পাশে পার্ক করে রাখা তিনটি পৃথক বাসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। একাধিক স্থানে এ অগ্নিসংযোগের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তবে কোনো প্রাণহানি ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত থেকে বুধবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত মহানগরীর কাশিমপুর ও বাসন থানা এলাকা এবং জেলার শ্রীপুরে তিনটি বাসে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দেয়। প্রতিটি ঘটনাতেই দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে দ্রুত পেট্রোল ঢেলে পালিয়ে যায়।

প্রথম ঘটনা ঘটে মঙ্গলবার রাত ১০টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায়। কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশে জ্যোতি ফিলিং স্টেশনের সামনে পার্ক করা একটি যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুই যুবক। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে মেরামতের কাজ করছিলেন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হন, ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো যায়।

দ্বিতীয় ঘটনা ঘটে ভোররাতে বাসন থানাধীন ভোগড়া বাইপাস সংলগ্ন পেয়ারা বাগান এলাকায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা একইভাবে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের অভিযোগ, কাছেই ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। তবে মডার্ন ফায়ার স্টেশনের পরিদর্শক ইকবাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা খবর পেয়ে প্রথমে নিরাপত্তার স্বার্থে পুলিশকে জানাই, পরে যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তৃতীয় ঘটনা ঘটে শ্রীপুর থানাধীন বেরাইদের চালা এলাকায়। বুধবার ভোরে সেখানে পার্ক করা একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত হয়নি, তবে বাসগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।থ তিনি আরও জানান, ‘ঘটনাগুলোর তদন্ত চলছে, অগ্নিসংযোগকারীদের শনাক্তে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ-উত্তর), রবিউল হাসান বলেন, ঘটনাগুলো আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে, জড়িতদের শনাক্তে অভিযান চলছে। জনমনে আতঙ্কের কিছু নেই, দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে। একই রাতে একাধিক স্থানে দুর্বৃত্তদের এমন অগ্নিসংযোগের ঘটনায় শহরজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, এটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে।