আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে মাছচাষ পুকুরে বিষ প্রয়োগ করায় প্রায় ৭০ হাজার টাকার বাজারজাত করেেণর বিভিন্ন প্রজাতির মাছ মরে বিনষ্ট করা হয়েছে সম্প্রতি আদমদীঘির অদুরে সুদিন আকন্দপাড়া পুকুরে কেবা কারা ওই পুকুরে বিষ প্রয়োগ করে করে।

আদমদীঘির সুদিন গ্রামের ক্ষতিগ্রস্থ মাছচাষী আজাদুল ইসলাম জানান, সুদিন আকন্দপাড়া তার নিজস্ব প্রায় আড়াই বিঘা জমির পুকুরের (জলাশয়) এ রুই কাথলা, মৃগেল, সিলভারকার্পসহ বিভিন্ন জাতের মাছচাষ করে আসছেন। বর্তমানে মাছ গুলো বাজারজাত করণের উপযুক্ত হয়। সম্প্রতি কেবা কারা শক্রতামুলক ভাবে উল্লেখিত মাছচাষ পুকুরে বিষ প্রয়োগ করে। গতকাল শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন পুকুরে রাখা বাজারজাত করণের রুই কাথলা, মৃগেল, সিলভারকার্পসহ বিভিন্ন জাতের মাছচাষ মরে ভেসে গন্ধের সৃষ্টি করেছে। পরে মরা মাছ মাটি খুরে পুতে রেখে পরিবেশ রক্ষা করা হয়। তার পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৭০ হাজার টাকার মাছ মরে বিনষ্ট করা হয়েছে বলে তিনি দাবী করেন।