কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: বাবার উপর অভিমান করে গভীর রাত্রে নিজ ঘরের আড়ার সাথে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছেন শিমুল (১৯) নামে এক যুবক। তিনি কোটচাঁদপুর উপজেলার কাগমারী সরকার পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন বাবা জাহাঙ্গীর হোসেন। অভিযোগের সুত্র ধরে জানা যায় শিমুল (১৯) কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডে শওকতের ওয়েলডিং কারখানায় কাজ করেন। তিনি প্রায়ই সময় রাত্রে দেরিতে বাড়ি যান। এ নিয়ে গত ৩ সে্েপটম্বর রাত্রে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। বাবা জানতে তার রাত্রে দেরিতে ফেরার কারণ ও টাকা পয়সার হিসাব চান। এতে ছেলে রাগ করে বাড়ির বাইরে চলে যায়। পরবর্তীতে তাকে ডেকে বাড়িতে নিয়ে আসা হয়। ভোর রাত্রে শিমুলের নিজ ঘরের বাশেঁর আড়ার সাথে গলায় গামছা দেয়া অবস্থায় তার লাশ ঝুলতে দেখে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এসে লাশ উর্দ্ধার করে পুলিশে খবর দেন। এঘটনায় কথা বলা হয় কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবির হোসেন মাতুবরের সাথে, তিনি জানান প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে শিমুল (১৯) নামে ঐ যুবক আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।