নবাবগঞ্জ উপজেলা (ঢাকা) সংবাদদাতা : ঢাকার দোহারে ফিক্সডিপোজিট এর নামে গ্রাহকদের তিন কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে শাহাজালাল ইসলামী ব্যাংক লিমিটেড জয়পাড়া শাখার সাবেক ম্যানেজার শহীদুল ইসলাম এর বিরুদ্ধে । ভুয়া রশিদ ব্যাবহার করে ঐ ব্যাংকের গ্রাহক আলাউদ্দিন মোল্লার ৯০ লাখ টাকা, আবুল হাসেমের ২০ লাখ, মাহামুদ আক্তার লাবনীর ৩০ লাখ ও তার স্বামী বোরহানুল হকের ৩০ লাখ, জামাল উদিদনের ১৫ লাখ , রোখছানা আক্তার এর ৪৫ লাখ এবং ফাতেমা আক্তার এর দুটি ডিপোজিট থেকে ৩২ লাখ টাকা আত্মসাৎ এর ঘটনা ঘটিয়েছে ব্যাংক ম্যানেজার শহিদুলের বিরুদ্ধে। সএ ঘটনায় সম্পতি জাতীয় প্রেস ক্লাবে ভূক্ত ভূগীরা প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে।

জানা যায় কয়েক মাস ধরেই পলাতক রয়েছে সাবেক ব্যাংক ম্যানেজার শহীদুল। এ ঘটনায় শাহাজান ইসলামী ব্যাংক জয়পাড়া শাখার ফাস্ট এক্সুকিটিভ অফিসার বাদী হয়ে সাবেক ম্যানেজার শহীদুলের বিরুদ্ধে দোহার থানায় এজাহার দায়ের করেছে।বর্তমানে মামলাটি দুদক ঢাকা-২ মামলাটি তদন্ত করছে।ব্যাংকের নিজ রুমে বসে এ ধরনের জালীয়াতীর ঘটনায় হতবাগ ঠিকাদার লাকী এন্টারপ্রইজ এর সত্বাধীকারী ও দোহার উপজেলার বিলাশ পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা।