ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসের গ্রীল কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙে ১ লাখ ২৪ হাজার টাকা ডাকাতেরা নিয়ে যান। এই ঘটনায় ভূমি অফিসের নাইটগার্ড কিশোরগঞ্জ জেলার কোয়াদী উপজেলার লাহোদা গ্রামের সাহাবুদ্দিনের পুত্র মোঃ হাবিবুর রহমান (৩০), দিনাজপুর সদর জেলার মির্জাপুর গ্রামের আব্দুল্ল্যাহ্ এর পুত্র মোঃ সৈয়দ নজরুল ইসলাম (৫০) কে আটক করে ফুলবাড়ী থানায় এনে জিজ্ঞাসাবাদ করে গত ৭ তারিখে সন্ধ্যায় ছেড়ে দেন। এই ঘটনায় ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি অফিস থেকে কোন অভিযোগ থানায় করা হয়নি। এই ঘটনায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই আতিকুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের কে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছু তথ্য পাওয়া যায়নি। এ কারণে তাদের ২জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। এ কারণে আইন শৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসীসহ বিভিন্ন মহল।