অপরাধ
কাপাসিয়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু
গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক বিরোধের জেরে দেবরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সৌদি প্রবাসীর স্ত্রী মোসা. বৃষ্টি আক্তার (২৪)। রোববার (২ মার্চ) দুপুরে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
Printed Edition
গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক বিরোধের জেরে দেবরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সৌদি প্রবাসীর স্ত্রী মোসা. বৃষ্টি আক্তার (২৪)। রোববার (২ মার্চ) দুপুরে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যার পর থেকে ঘাতক দেবর মো. ইলিয়াস মিয়া (২০) পলাতক রয়েছে। নিহত বৃষ্টি আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। কয়েক বছর আগে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কুশদী গ্রামের মো. সেলিম মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। তবে তার স্বামী সেলিম দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত।