কৌশলে চেতনা নাশক খাইয়ে ইজিবাইক চুরির সাথে জড়িত আন্ত:জেলা চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে শেরপুর থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতে শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা হাইস্কুলের সামনে থেকে একজনকে ইজিবাইকসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে বাকি তিনজনকে শহরের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- রংপুর জেলার মিঠাপুকুর থানার ঈদলপুর গ্রামের সাত্তার মিয়ার ছেলে আসাদুল ইসলাম (২৭), বগুড়ার গাবতলী উপজেলার লাঠিগঞ্জ সারোটিয়ার মৃত হবিবরের ছেলে ওয়াহেদুল ইসলাম (২৯), শহরের মালতিনগরের জামাল উদ্দিনের ছেলে ফিরোজ উদ্দিন (৩০) এবং ধুনট উপজেলার নান্দিয়ারপাড় (পূর্বপাড়া) গ্রামের মৃত মরজুদ্দিন ফকিরের ছেলে মিন্টু মেকার (৪০)।
পুলিশ জানায়, শেরপুরের মহিপুর বারইপাড়ার লাভলু মন্ডল (৪৮) এর ছেলে শামীম (২৫) প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার বিকাল অনুমান ৪টার দিকে সময় ইজি বাইক নিয়ে নিজ বাড়ী হতে বের হয়। রাত্রী অনুমান ১১.৩০ টার সময় লাভলু’র চাচাতো ভাই জাহিদুল ইসলাম লাভলুকে মোবাইল ফোনে জানায় যে, শেরপুর থানার ১নং কুসুম্বী ইউনিয়নের অন্তর্গত ধাওয়াপাড়া গ্রামস্থ ধাওয়াপাড়া-সোনাকানিয়া বাজারের ১০০ মিটার পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপরে শামীম অজ্ঞান অবস্থায় পড়ে আছে।
খবর পেয়ে তার পরিবারের লোকজন উক্ত স্থানে এসে শামীমকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং ইজি বাইকটি চুরি হয়ে যায়। তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। অনেক খোঁজাখুজির পর ইজিবাইক না পেয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন লাভলু। মামলার তদন্তকালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমান ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আসাদুল ইসলাম (২৭) কে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন গোহাইল ইউপির অন্তর্গত পোয়ালগাছা হাই স্কুলের সামনে হতে চুরি যাওয়া বর্ণিত ইজি বাইকসহ হাতে নাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসাদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ওয়াহেদুল ইসলাম (২৯), ফিরোজ উদ্দিন (৩০) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট হতে চোরাই কাজে ব্যবহৃত ১টি সবুজ পুরাতন সিএনজি (রেজিঃ নং-বগুড়া-থ-১১-৫৬৯৬) জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্যমতে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত আসামীসহ আরো অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজস করে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অঞ্চল হতে অটোরিক্সা চুরি করো বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাই অটোরিক্সা বেচা-কেনার অপরাধে আসামী মিন্টু মেকার (৪০) কে ধুনটের সোনাহাটা বাজার এলাকা হইতে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আসামীরা আন্তঃজেলা চোর দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চল হতে অটোরিক্সা চুরি করে মিন্টু মেকারসহ আরো কতিপয় ব্যক্তিদের নিকট বিক্রি করে থাকে।