বড়লেখা (মৌলভীবাজার) : মৌলভীবাজারের বড়লেখায় দিনদুপুরে এক ব্যবসায়ী ও তার মেয়ের গলায় দা ধরে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সম্প্রতি উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু তার মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে সঙ্গে নিয়ে বড়লেখা পৌরশহরের পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে টাকা তোলার পর তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের পিছু নেয়। শিমুলিয়া এলাকার আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এসময় তারা খসরু ও তার মেয়ে সুহাদার গলায় দা ধরে মেয়ের ভ্যানিটি ব্যাগে থাকা ২ টাকা ও স্বর্ণের একটি চেইন ও একটি আঙটি ছিনিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শার্শা (যশোর)
যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে এক রাতে দুই দোকানে চুরি সংগঠিত হয়েছে। সূত্রে জানাগেছে, বাজারে পাহারাদার থাকা সত্বেও বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময়ে চোরচক্র মুদি ব্যবসায়ী ইসমাইল হোসেনের সাত্তার স্টোরের সাটার কেটে নগদে ২২২ হাজার ও বারেক হোসেনের বারেক স্টোরের সাটার কেটে নগদে ৪৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য বাজারের পাহারাদার জাহাঙ্গীর হোসেন (৩৫)কে আটক করেছে। আটক জাহাঙ্গীর কাজীরবেড় গ্রামের হাবিল হোসেনের ছেলে। নাভারন বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, গত কয়েকমাস ধরে নাভারন বাজারের চুরি প্রবনতা বৃদ্ধি পেয়েছে। যে কারনে তার তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সারা দিনের বিক্রিত টাকা দোকানের পন্য নিয়ে চিন্তিত রয়েছে।
কর্ণফুলী (চট্টগ্রাম) : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত নারীর নাম কুলসুমা বেগম (৪০)। সম্প্রতি ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী আজিজ মিয়া পলাতক রয়েছেন। নিহত কুলসুমা বান্দরবান জেলার আলীকদম উপজেলার বাসিন্দা। স্বামী আজিজ মিয়া পেশায় একজন নির্মাণ শ্রমিক। চরপাথরঘাটা পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা জানান, ঘটনার পরপরই আজিজ মিয়া পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্যামনগর (সাতক্ষীরা) : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের মাউন্দে নদী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি একনলা বন্দুক ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল শ্যামনগর থানাধীন মাউন্দে নদী তীরবর্তী এলাকায় অভিযান চালায়।
আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে চাঁদাবাজি করার সময় একজনচাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ । আমতলী পৌরসভার ছুরিকাটা নামক স্থান থেকে ইমরান হোসেন সাগর (৩৩) নামের ঐ চাঁদাবাজকে গ্রেফতার করা হয় । সাগর বরিশাল জেলার দক্ষিণ আলেকান্দা চড়ের বাড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে । পুলিশ সূত্রে জানা গেছে কলাপাড়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে থেকে ময়মনসিংহ পাওয়ার প্লান্ট এনপচিশ টন ওজনের ২৯ পিস সিপ পাইল একটি ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন।
চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনায় এক আঞ্চলিক সড়কের পাশ ঘেঁষে সামনে ভাঙ্গারি ব্যবসা, পিছনে সবজি বাগানের পরিচর্যা করে আসছেন মো. লিটন নামের এক ভাঙ্গারি ব্যবসায়ী।
পুইশাক, পালং শাক ও ঢেঁড়স সহ নানা শাক- সবজির সাথে পরিচর্যার কমতি নেই গাঁজা গাছেরও! ফলের ক্যারেটকে টপ বানিয়ে পৃথক চার গাঁছা গাছ থেকে দুই মাস অন্তর অন্তর কয়েক কেজি গাঁজা সংগ্রহ করে আসছেন ওই ভাঙ্গারি ব্যবসায়ী। স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর সবজি চাষের আড়ালে গাঁজা চাষ করলেও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বস্তা ভর্তি গাঁজার কাঁচা পাতাসহ হাতেনাতে আটক করে তাকে।
দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে মিন্টু রহমান (৩৪) এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় ব্যবসায়ী মিন্টু রহমানন গতকাল দুপুরে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন। ডাকাতদল চলে যাওয়ার পর বাড়ির লোকজন চিৎকার ও কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে ডাকাতির ঘটনা জানতে পারে। ডাকাতিরর ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ডাকাতির ঘটনার বিষযে আমি এখনো কিছু জানি না, তবে অভিযোগ দিয়ে থাকলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।