গাজীপুরের শ্রীপুরে তাল কুড়ানোকে কেন্দ্র করে কমলা বেগম (৫০) নামে এক নারীর নির্মম হত্যাকান্ডের মূল আসামী আশিক মিয়া (৩০) কে পুলিশ গ্রেপ্তার করেছে। আশিক শ্রীপুর থানার ভুতুলিয়া গ্রামের হামিদ মিয়ার ছেলে। নিহত কমলা বেগমও একই গ্রামের কৃষক কদম আলীর স্ত্রী। ঘটনার সঙ্গে জড়িত প্রমাণের ভিত্তিতে আশিককে গ্রেফতার করে পুলিশ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য প্রেরণ করেছে।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আশিক বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী স্থানে ইট ভাঙ্গার কাজে যায়। এই সময় সে ভুতুলিয়া এলাকার তালতলা থেকে তাল সংগ্রহ করে গাছের নিচে জমা রাখে। ফজরের পর কমলা বেগম ওই তালগাছের নিচে এসে তালগুলো তার আয়ত্তে নেওয়ার চেষ্টা করলে আশিক বাধা দেন। এর ফলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

ওসি জানান, একপর্যায়ে আশিক তার হাতে থাকা হাতুড়ি দিয়ে কমলাকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর আশিক কোদাল দিয়ে কমলার গলায় কোপ দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। পরে পার্শ্ববর্তী স্থানে মাটি খুঁড়ে তাকে চাপা দেন।

পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে আশিককে এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে। ওসি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কোনো সহযোগী রয়েছে কি না তা নির্ণয় করতে তল্লাশি অভিযান অব্যাহত আছে। স্থানীয়রা এই হত্যাকাণ্ডে চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ আশা প্রকাশ করেছে, দ্রুত তদন্ত শেষে হত্যাকারীকে আদালতে উপযুক্তভাবে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা হবে।