নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল সায়দাবাদ থেকে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়াকে (৩৭) বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলীসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সম্প্রতি সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি এসবিবিএল একনালা বন্দুক, ৪টি দেশীয় তৈরি একনালা বন্দুক, দুটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড পিস্তলের গুলি, ৪ রাউন্ড রাইফেলের গুলি, ১২টি শর্টগানের শিসা কার্তুজ, ৩টি মোবাইলফোনের সেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এর আগে, সোমবার ভোরে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে পূর্ব শত্রুতার জেরে হানিফ মাস্টার গ্রুপ এবং এরশাদ গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এতে মোমেনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হন এবং আরও পাঁচজন গুলিবিদ্ধ হন।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথবাহিনী ওই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে। এ সময় শ্রীনগর বাজারঘাট থেকে পালানোর চেষ্টা করলে ওই এলাকার বাসিন্দা সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, শ্রীনগরের শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার বিরুদ্ধে তিনটি হত্যা, দুটি অস্ত্র মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। যৌথবাহিনীর সফল অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।